নড়াইল প্রতিনিধি : নড়াইলে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে শনিবার থেকে। জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির সহায়তায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) এ এফ এম আবু সুফিয়ান জানান, মেলায় ২৫টি স্টল বসবে। জেলা ও উপজেলা প্রশাসন, ডাকবিভাগ, কৃষি বিভাগ, ব্যাংক, তথ্য সেবা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে। স্থানীয় বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রদর্শনের পাশাপাশি ই-সেবাকে আরো এগিয়ে নিতে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

দু’দিনব্যাপী মেলার কর্মসূচির মধ্যে রয়েছে ১মদিন বেলা ১১টায় র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিকালে মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ক সেমিনার এবং দ্বিতীয় দিন সকাল সাড়ে ১১টায় ইনোভেশন বিষয়ক সেমিনার ও বিকালে সমাপণী অনুষ্ঠান।

(টিএআর/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)