স্টাফ রিপোর্টার : পরিছন্ন ও সুন্দর ঢাকা গড়তে এবার নিউজপোর্টাল সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক।

মতবিনিময়ে তিনি সম্পাদকদের মতামত ও সুপারিশ যেমন শুনবেন তেমনি সংবাদ মাধ্যমগুলোতে নগরের উন্নয়নের প্রচারণা বাড়াতে সহায়তা কামনা করবেন বলে জানা গেছে। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের নগর ভবনে মতবিনিময় করতে নিউজপোর্টাল সম্পাদকদের দাওয়াত দিয়েছেন মেয়র। দেশের সকল রেডিও স্টেশনগুলোর প্রধান নির্বাহীদেরও ডাকা হয়েছে মতবিনিময়ে।

জানা গেছে, পরিছন্ন ও সুন্দর ঢাকা গড়তে পরামর্শ ও সুপারিশ নিতে ধারাবাহিক ভাবে মত বিনিময় শুরু করেছেন উত্তরের এই নগরপিতা। প্রথম পর্যায়ে তিনি দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর মত বিনিময় করেন দেশের টিভি স্টেশনগুলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে।

(ওএস/পি/জানুয়ারি ২৯, ২০১৬)