নিউজ ডেস্ক :ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে মতামত ব্যক্ত করে তুমুল বিতর্কে পড়েছিলেন শাহরুখ খান। এবার এই বিষয়ক একটি প্রশ্ন করা হলে সেটি এড়িয়ে গেছেন এই বলিউড সুপারস্টার।

ভারতে শিশুদের জন্য একটি থিম পার্ক উদ্বোধন করতে গেলে শাহরুখকে প্রশ্ন করা হয়, সেলিব্রেটিদের অসহিষ্ণুতার মতো জাতীয় ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করা উচিত কী না। এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, আমি মনে করি যে কোনো কথা তার জন্য উপযুক্ত প্লাটফর্মে বলা উচিত। এবং এটা অসহিষ্ণুতা নিয়ে কথা বলার সঠিক মঞ্চ নয়। আমরা অন্য কোনো মঞ্চে এই বিষয়ে কথা বলবো যেখানে মানুষ অসহিষ্ণুতা নিয়ে আলোচনা করছে।

বলিউড সুপারস্টার শাহরুখ নিজের ৫০তম জন্মদিনে একটি সাক্ষাতকারে বলেছিলেন ভারতে চরম অসহিষ্ণুতা বিরাজ করছে। তার এই মন্তব্যের বিরূপ সমালোচনা করা হয় এবং তাকে ক্ষমা চাইতেও বলা হয়। তবে শাহরুখ বলেন তিনি ক্ষমা চাওয়ার মতো কিছু বলেননি। এছাড়া আমির খানকেও অসহিষ্ণুতা বিষয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।


(ওএস/এস/জানুয়ারি৩০,২০১৬)