গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে মরা তিস্তা নদীর ওপর রামডাকুয়া ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে গাইবান্ধা ও কুড়িগ্রাম এলাকার হাজার হাজার মানুষ।

গতবছর বন্যার পানির তীব্র স্রোতে রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ায় ব্রিজটি ভেঙে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রেও।

স্থানীয়রা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামে যাওয়া-আসার এটিই একমাত্র সড়ক। কম সময় ও অল্প টাকা ব্যয় করে খুব সহজেই মাত্র ১ ঘন্টায় সুন্দরগঞ্জ থেকে উলিপুর উপজেলায় যাতায়াত করা যেত। চরের হাজার হাজার মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা-বেচার জন্য সুন্দরগঞ্জের হাট-বাজারে আসা-যাওয়া করতো এই সড়ক দিয়ে। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে মানুষের জীবনযাত্রায় যোগ হয়েছে দুর্ভোগ।

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. মান্নান আকন্দ বলেন, ১৫ বছর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণ স্থানীয়ভাবে ফান্ড কালেকশন করে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় পারাপারের জন্য ব্রিজটি নির্মাণ করে। তবে টেকনিক্যাল কোনো সার্পোট না নেওয়ায় গত বন্যায় তা ভেঙে যায়।

গাইবান্ধা এলজিইডি’র নিবার্হী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, সরকারি যেকোনো সংস্থার মাধ্যমে ব্রিজটি পুনর্নির্মাণ জরুরি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৬)