বাগেরহাট প্রতিনিধি : সরকার দরিদ্র জনগণকে বিনামূল্যে আইনগত সহায়তার প্রদান করছে,- যা তৃণমূল পর্যায়ের মানুষ না জানার কারণে ও প্রচার প্রচারনার অভাবে বাগেরহাটে এই সেবার সুযোগ থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। দরিদ্র জনগনের দোর গোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে এজন্য সকলকের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন বাগেরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান।

শনিবার দুপুরে বাগেরহাট জেলা জজশীপ মিলনায়তনে আইন সহায়তা প্রদান সংস্থার সহযোগিতা ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে বিনামূল্যে দরিদ্র জনগনের আইনগত সহায়তা বিষয়ে প্রচার ও প্রসার শির্ষক এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। তিনি আরও বলেন সরকার গত ৪ বছর আগে এই সুযোগ চালু করলে বাগেরহাট জেলায় ফলপ্রসু উদ্যোগ না নেয়ায় দরিদ্র জনগন সরকারি এই সুযোগ সুবিধার সুফল কাক্ষিত ভাবে ভোগ করতে পারেনি। এই তহবিলে বেশ অর্থ পড়ে রয়েছেন তাই সরকারি এই সুবিধার কথা তৃনমূলের জনগনকে অবহিত করার মাধ্যমে নিপীড়িতদের আইনগত সহায়তায় বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাগেরাহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বিনা মুল্যে দরিদ্র জনগণকে আইনি সহায়তার বিষয়টি নিশ্চিত করতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আন্তরিক হয়ে নতুন উদ্যমে কাজ করার আহবানসহ জেল দায়রা জজের এই উদ্যোগে সফল করতে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক গোলক চন্দ্র বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়া হায়দার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ এর বিচারক মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, গৌতম কুমার বিশ্বাস, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহ ই আলম বাচ্চু, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অতুল মন্ডল, নারীনেত্রী রিজিয়া পারভীন প্রমুখ।

(একে/এএস/জানুয়ারি ৩০, ২০১৬)