পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুর শহরের নতুন বাজারে, তাজ বেকারীর ২য় তলার গোডাউন ঘরে আনুমানিক ভোর সাড়ে ৪টার সময় আগুণ লেগে ফ্যাক্টরীর সকল প্রকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। সেই সময় কর্মচারীরা আগুণ নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খরব দেয়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিভাতে সক্ষম হয়।

বেকারীর গোডাউন ঘরে রাখা প্রায় ১১ হাজার কেজি পলিথিন প্যাকেট, পাউরুটি ও বিস্কিট প্যাক করার জন্য রাখা খালি প্যাকেটসহ প্রায় ৩শ’ কেজি ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যাল পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা হয়েছে বলে তাজ বেকারীর সত্ত্বাধিকারী হাফিজুল ইসলাম প্রামাণিক প্রতিনিধিকে জানান।

তিনি আরো বলেন, গোডাউন ঘরে আগুণ কিভাবে লাগে তা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

(এএএম/এস/জানুয়ারি ৩০,২০১৬)