দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুরে টংঙ্ক ও কৃষক আন্দোলনের প্রথম শহীদ হাজং মাতা রাশিমণি‘র ৭০তম মৃত্যুবার্ষিকী স্মরণে সাত দিনব্যাপী হাজং মাতা রাশিমণি মেলা রবিবার থেকে শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বেলা ১১টায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামে মহিয়সী নারী শহীদ রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রাশিমণি‘র সহযোদ্ধা নারীনেত্রী কুমুদিনী হাজং।

১৯৪৬ সালের ৩১ জানুয়ারী ঐতিহাসিক টঙ্ক ও কৃষক আন্দোলনে, কুমুদিনী হাজংকে ইষ্ট্রান ফ্রন্ট্রিয়ার বাহিনীর হাত থেকে রক্ষা করতে গিয়ে হাজং মাতা রাশিমণি ও সুরেন্দ্র হাজং শহীদ হন।

পরে শহীদ রাশিমণির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাশিমণি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বিকাল ৩টায় ‘হাজংমাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্ট’-এর ট্রেজারার মতিলাল হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজং মাতা মেলা উদযাপন কমিটির আহবায়ক ইউ,পি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান পাঠান,সদস্য সচিব স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি খগেন্দ্র হাজং, বিশ্বজিৎ হাজং,পল্টন হাজং প্রমুখ।

সভায় বক্তরা শহীদ রাশিমণির বহুল কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন। আগামী ৬ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে। প্রতিদিন আলোচনা সভা শেষে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। দেশের বরেণ্য বুদ্ধিজীবি, কবি,সাহিত্যিক, সাংবাদিক ,রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উক্ত সমাবেশে অংশ গ্রহন করবেন।

(এনএস/এস/জানুয়ারি৩১,২০১৬)