নওগাঁ প্রতিনিধি : রবিবার বেলা ১১টায় শহরের জেলা স্কুল মাঠে গাছীদের নিয়ে নবোদ্ভুত সংক্রামক ব্যধিঃ শীতকালীন প্রাদুর্ভাব, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, জেলা বিএমএর সভাপতি ডা. মোঃ হাবিবুর রহমান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনজুমান আরা ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. এএস রেজাউল মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন, ডা. শ.ম. গোলাম কায়ছার, ডিপিএম, ইআরডি, সিডিসি। নবোদ্ভুত সংক্রামক ব্যধিঃ শীতকালীন প্রাদুর্ভাব ও নিয়ন্ত্রন এবং সরকারের গৃহীত ব্যবস্থা সমূহের ওপর বিস্তারিত আলোচনা করেন, ঢাকার মহাখালীর রোগ নিয়ন্ত্রন ও লাইন ডাইরেক্টর, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান। জেলা ১২শ’ গাছী সভায় উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ খেজুর রস খাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


(বিএম/এস/জানুয়ারি৩১,২০১৬)