মদন (নেত্রকোণা)প্রতিনিধি : সোমবার ভোরে নেত্রকোণা-মদন সড়কের জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারের ভাই ভাই সুপার মার্কেটের সামনে রাস্তার দক্ষিণ পার্শ্বে বেপরোয়া গতিতে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ১টি বিদ্যুতের দুর্বল খুটি ভেঙে দুইটি দোকানের ভিতরে প্রবেশ করে। এতে রাজিব মেডিকেলের মালিক রাজিব মিয়া আহত হয়। তাকে মদন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ট্রাক্টরটি বেপরোয়া গতিতে ধাক্কা দেওয়ায় সাটার ভেঙ্গে স্বর্ণকার ও ঔষধের দোকানের লক্ষাধিক টাকার মালামাল বিনষ্ট হয়েছে বলে দোকান মালিকরা জানান।

ব্যবসায়ী সামছুল আলম জানান, দুর্ঘটনা কবলিত কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টরটি দিয়ে কাইটাইল ইউনিয়নের জবেদা ব্রিক্স এর মাটি ও ইট পরিবহন করা হতো। জয়পাশা গ্রামের ইনছান মিয়ার এই ট্রাক্টরটির ড্রাইভার কেশজানী গ্রামের মাসুম মিয়া পলাতক রয়েছে।

খবর লেখার সময় পর্যন্ত এলাকার অর্ধশতাধিক বিদ্যুৎ গ্রাহক বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আলীউল হাসান জানান, ঘটনাটি নিষ্পত্তি করার জন্য লোকজন চেষ্টা করছে। খুঁটির টাকা জমা দিলেই নতুন খুঁটিতে সংযোগ দেয়া হবে।

এ ব্যাপারে মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, ঘটনাটি শুনে এলাকায় এসআই মাহফুজকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।


(এএমএ/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)