নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় ফেসবুক ব্যবহারকারী নারীদের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে যে, একাকিত্ব দূর করতেই ফেসবুকে বেশি সক্রিয় থাকে নারীরা।

বিশ্লেষকরা জানিয়েছেন, অধিকাংশ নারীই একাকিত্ব দূর করতে বেশি সময় ধরে ফেসবুকে সময় কাটায়৷ শুধু তাই নয়, ফেসবুকের প্রোফাইলে নিজের সম্পর্কে অধিকতর তথ্যও প্রকাশ করেন তারা৷ প্রকৃতপক্ষে নারীরা তাদের জীবনে একলা বলেই এই সমস্ত তথ্য দিয়ে থাকে বলে ওই বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় ধরা পড়েছে৷
সাউথ ওয়েলসের চার্লস ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ওই সমীক্ষা চালানো হয় ৬১৬ জন নারী ফেসবুক ইউজারের উপর৷সমীক্ষকরা ওই ৬১৬ জন নারীর পোস্ট, প্রোফাইল এবং তাদের স্ট্যাটাস বিশ্লেষণ করে৷ জনপ্রিয় ওয়েবসাইট ‘সি-নেট’ এই সমীক্ষা প্রকাশ করেছে৷ তাতে দেখা যাচ্ছে, নারীরা তাদের ফেসবুকে প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস, পছন্দ-অপছন্দ অন্যান্যদের জানাতে বেশি আগ্রহ দেখায়৷ আসলে তারা একাকিত্ব থেকে বেরিয়ে আসতেই এই কাজ করেন।এই একাকিত্বের কারণেই নারীরা বিভিন্ন জিনিস পোস্ট করেন৷ পছন্দ-অপছন্দের বিষয়গুলি তুলে ধরেন৷ গান-গায়কের ছাড়াও নিজেদের মোবাইল নম্বর পর্যন্ত প্রোফাইলে দেয়৷ কোনো কোনো ক্ষেত্রে নিজের বাড়ির ঠিকানাও দিয়ে থাকে৷
(ওএস/এএস/জুন ০১, ২০১৪)