মদন (নেত্রকোণা) প্রতিনিধি : মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় মদনে ছিনতাই ঘটনার সাথে জড়িত ২ যুবককে নেত্রকোণার ডিবি পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে।

ডিবি অফিস সূত্রে জানা যায়, ৩ নভেম্বর ২০১৫ সালে রাতে আলম বাজার থেকে ব্যবসার কাজ সম্পন্ন করে আব্দুর রহিম (কাইয়ুম) বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে পৌঁছলে দুস্কৃতিকারীরা নগদ ৫২ হাজার ৯শ ৬৮ টাকা সহ ২টি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে নেত্রকোণা ডিবি অফিসে অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ডিবির এস,আই জামাল উদ্দিন খানের নেতৃত্বে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে মৈধাম নয়াপাড়া থেকে ছিনতায়ের ১টি মোবাইল সেট সহ রুহুল আমিনকে (১৮)গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত হাঁসকুড়ি গ্রামের হিমেলকে (১৮) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং দুজনেই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তদন্তকারী কর্মকর্তা জামাল উদ্দিন খান আমাদের এই প্রতিনিধিকে জানিয়েছেন।

(এএমএ/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)