দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের কাহারোলে আগুনে মালামালসহ ২০টি দোকান পুড়ে গেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের বলেয়া বাজারে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. সোহেল রানা জানান, দোকানের কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ঘরসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মালামালসহ দোকানঘরটি পুড়ে যাওয়ায় তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নূর হাসান আহমেদ জানান, চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী রাজেন কুমার দেব জানান, বাজারের চায়ের দোকানদার ভৈরব রায় রাতে রান্নার চুলার ওপর খড়ি শুকানোর জন্য দেয়। তাপে চুলার ওপরে রাখা খড়িতে আগুন লেগে যায়। এতে সোহেল রানার মুদির দোকান, মোজাম্মেল হকের ধান-চালের দোকান, মো. শামীমের কসমেটিকসের দোকান, গৌরাঙ্গ রায়ের কসমেটিকস ও কাপড়ের দোকানসহ মোট ২০টি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দিনাজপুর সদর, বোচাগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

(ওএস/এস/ফেব্রুয়ারি০৪,২০১৬)