দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৬২) বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহির------রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

বাদ আছর স্থানীয় জানাহার ঈদগাহ মাছে রাষ্ট্রীয় জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কানাহার কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক মন্ত্রী আলহাজ্ব মোহা. মনসুর আলী সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ পারভেজ, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মতিউর রহমান দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রকার জটিল রোগে আক্রান্ত থাকলেও অর্থের অভাবে সুষ্ঠু চিকিৎসা নিতে পারেননি। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় ইতোপূর্বে প্রকাশও হয়েছিল।

(এসিডি/এস/ফেব্রুয়ারি০৪,২০১৬)