রাজবাড়ী (বালিয়াকান্দি) প্রতিনিধি : ১৬ বছর পূর্বে রঘুনন্দন শিকদারকে প্রতিষ্ঠাতা সম্পাদক করে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের যাত্রা শুরু হলেও সময়ের পরিবর্তনে আজ এর ব্যাপকতা বেশ বৃদ্ধি পেয়েছে। চন্দনা নদী পাড়ের ঐতিহ্যবাহী এই উপজেলায় বিভিন্ন দৈনিকের প্রতিনিধি এই উপজেলার খবর দেশ ও জাতির সামনে তুলে ধরছে।

পূর্বনির্ধারিত সভাসূচী অনুযায়ী শনিবার সকালে বর্তমান সভাপতি রঘুনন্দন শিকদারের সভাপতিত্বে মাসিক এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলেও উপস্থিত অন্যান্য সাংবাদিকদের নজর ছিলো কারা হচ্ছেন উপজেলা প্রেসক্লাবের নতুন মুখ।

সাতজন সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের সদস্য পদের জন্য আবেদন করলেও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং সম্পাদক দৈনিক মুক্তখবরের উপজেলা প্রতিনিধি বিধান রায়, দৈনিক কুষ্টিয়ার উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম এবং উত্তরাধিকার ৭১ নিউজ এর উপজেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসকে প্রাথমিক সদস্য করে উপজেলা প্রেসক্লাবের অন্তভূক্তি ঘোষণা করলে সর্বসম্মতিতে তা গৃহীত হয়।

নতুন সাংবাদিকের অন্তর্ভুক্তি প্রসঙ্গে আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল বলেন, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই তিনজনকে সদস্য করার জন্য প্রেসক্লাবের সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

নতুন সাংবাদিকদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ মানিক বলেন, সাংবাদিকেরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করলেও প্রাপ্ত সন্মান থেকে এরা বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রেসক্লাবের নতুন এই তিন মুখ দেশের মধ্যে বালিয়াকান্দি উপজেলা তুলে ধরবে এটা বালিয়াকান্দির মানুষ হিসাবে বেশ গৌরবের।

(এইচবি/অ/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)