মদন (নেত্রকোণা)প্রতিনিধি : “ বাংলা ইশারা ভাষা প্রসার, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার নেত্রকোণার মদন উপজেলায় বাংলা ইশারা ভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে নেত্রকোণা জেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের সংঘ’র উদ্যোগে সোসাইটি অব দি ডেফ এন্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারর্স ঢাকা ও মদন হেল্পিং সোসাইটির সার্বিক সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক হলে শেখ আসাদুজ্জামান মাসুদ (অবধির) সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়র, এ.কে.এম ওবায়দুল্লাহ সহকারি প্রকল্প কর্মকর্তা ইসলামিক রিলিফ বাংলাদেশ, ইপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম রিপুল, নেত্রকোণা জেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের সংঘ সম্পাদক তমজিদ আহমেদ (বধির), আটপাড়া উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সমিতির সভাপতি নুরুল আলম আকন্দ, প্রভাষক মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বিপুল প্রমুখ।


(এএমএ/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)