নারায়ণগঞ্জ প্রতিনিধি :বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের পূর্ব ও পশ্চিম উভয় পাড় সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময় তিনি বন্দর খেয়াঘাট দিয়ে পারাপার হতে যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার কথা বলেছেন।

রবিবার(৭ ফেব্রুয়ারী) দুপুরে সেলিম ওসমান সরেজমিনে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি যাত্রীদের নৌকায় উঠা নামার জায়গা ঘুরে দেখেন। নৌকায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী বহনের ব্যাপারে মাঝিদের সাথেও কথা বলেন।
এ ব্যাপারে তিনি বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ কর্তপক্ষের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের সাথেও ফোনে কথা বলেছেন।

অতি শীঘ্রই যাত্রীদের পারাপারে ইঞ্জিন চালিত নৌকা চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য সংসদ সদস্য সেলিম ওসমান ২০১৪ সালের ১৬ ডিসেম্বর থেকে নিজ উদ্যোগে বন্দর খেয়াঘাট দিয়ে যাত্রীদের পারাপারের জন্য খেয়াঘাটটিতে টোল ফ্রি করে দেন। সেই সাথে ঘাটে চলাচল করা নৌকার দৈনিক জমার টাকাও ফ্রি করে দিয়েছেন। এখন বন্দর খেয়াঘাট দিয়ে নৌকা দিয়ে নদী পারাপার হওয়া যাত্রীদের শুধুমাত্র নৌকা ভাড়া দিতে হয়। সেই সাথে যাত্রী পারাপারে রয়েছে ফ্রি ট্রলার।

(বিডি/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)