বন্দরের মদনগঞ্জের পাশাপাশি নবীগঞ্জ দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে আরেকটি বীজ্র নির্মাণে এলাকাবাসীর পক্ষ থেকে দাবী তোলার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

রবিবার(৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর এলাকাবাসীর প্রতি তিনি এ আহবান রাখেন।

তিনি বলেন, সৈয়দপুর-মদনগঞ্জ দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে দুই মাস আগে পরে সেতু নির্মাণ হয়ে যাবে। কিন্তু আমাদের নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে আরো একটি সেতু অত্যন্ত জরুরি। ইতোমধ্যে আমি নবীগঞ্জ দিয়ে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ডিও প্রদান করেছি। কিন্তু শুধু আমি ডিও দিলেই কাজ হবে না। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠতে হবে। সেই দাবির কথা সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে।

কদম রসুল কলেজকে আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কাজ চলছে। সৈয়দপুর-মদনগঞ্জ দিয়ে শীতলক্ষ্যা সেতু সময়ের ব্যবধানে হয়ে যাবে। মদনগঞ্জের শান্তিরচরে নীটপল্লী স্থাপিত হলে আমরা নীট সেক্টরে রপ্তানির দিক দিয়ে বিশ্বে প্রথম স্থান অধিকার করতে পারবো। কিন্তু এর আগে আমাদের নবীগঞ্জ দিয়ে আরেকটু সেতুর অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। বন্দর ও শহরের দুরুত্ব গোচাতে নবীগঞ্জ সেতুটি বন্দরের মানুষের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করবে।

বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনারা নাজমীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, উপজেলা শিক্ষা অফিসার আ ক ম নুরুল আমিন, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।

(বিডি/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)