বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা সদরের ষাটমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার।

শিক্ষক নাজিম উদ্দিন ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা মো. কুতুব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা রিসোর্স কেন্দ্রের কর্মকর্তা কাজী হুমায়ূন কবীর, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল ও মো. শহীদুল্লাহ প্রমুখ।

মেলায় উপজেলার ১৫১টি স্কুল ৬টি গুচ্ছে (ক্লাস্টার) ভাগ হয়ে অংশগ্রহণ করেছে। এতে শিক্ষা-উপকরণ ছাড়াও স্থানীয় ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হয়।



(এলএস/এস/ফেব্রুয়ারি০৮,২০১৬)