নওগাঁ প্রতিনিধি : রবিবার নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়, সদর ইউএনও’র কার্যালয়, এসি ল্যান্ডের কার্যালয় এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখা পরিদর্শন করলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। এছাড়া শনিবার নওগাঁর ধামইরহাটে ২শ’ বছরের পুরনো শালবনসহ ৫টি ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন তিনি।

সরকারি সফরে জেলা ও ধামইরহাট উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন ও সরকারী কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন তিনি। এদিকে বিভাগীয় কমিশনার ধামইরহাটের প্রায় ২ শ’ বছরের প্রাচীন শালবন বেষ্টিত আলতাদিঘী জাতীয় উদ্যান, জগদ্দল বৌদ্ধ বিহার, বাদল পিলার, হরগৌরি মন্দির ও মাহীসন্তোষ মাজার শরীফ পরিদর্শন করেন। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন, ইউএনও হেমায়েত উদ্দিন, পত্নীতলার সার্কেল এএসপি সৈয়দ ইকবাল, পত্নীতলা রেঞ্জ অফিসার হেলাল উদ্দিন, প্রমুখ। ধামইরহাট বনবিট অফিস পরিদর্শনকালে বীট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিককে বাঁশের চারা তৈরি ও বৃক্ষ রোপনে দেশের মধ্যে তৃতীয়বারের মত প্রথম পুরস্কারে ভুষিত হওয়ায় বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ধন্যবাদ জানান। ইতোমধ্যেই আলতাদিঘী জাতীয় উদ্যানের অবকাঠামো নির্মানের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং আগামীতে সর্ব প্রকার উন্নয়ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। আলতাদিঘী তার রুপ বৈচিত্র দিয়ে শ্রীঘ্রই পর্যটকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(বিএম/এএস/জুন ০১, ২০১৪)