নড়াইল প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্য গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জেলার কালিয়া উপজেলার দুইশতাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।

সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু যোগদানকৃতদের ফুলের মলা দিয়ে বরণ করে নেন।

কালিয়া উপজেলা বিএনপির সদস্য ওবায়দুর রহমান মোল্যার নেতৃত্বে চাচুড়ি ইউনিয়নের দুইশতাধিক বিএনপির নেতা-কর্মি এসময় যোগদান করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস।

এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামীলীগনেতা এডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, এডভোকেট এমদাদুল ইসলাম প্রমুখ।

(টিএআর/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)