স্পোর্টস ডেস্ক, ঢাকা : এবারের বিশ্বকাপে ইংল্যান্ড কতটা ভাল পারফর্ম করবে সে সম্পর্কে কারো ধারণা নেই ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি মনে করেন। রুনির মতে এবারের ঘোষিত বিশ্বকাপ দলটি যে কোনো সময়ের চেয়ে সেরা দল।

রয় হজসনের ২৩ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন অনভিজ্ঞ তবে দারুন দক্ষ লুক শ, রস বার্কলে এবং অ্যাডাম লালানা। ১১ বছরের ক্যারিয়ারে রুনি এমন দারুন দল দেখেননি বলে মনে করেন।

দল সম্পর্কে রুনি বলেন, ‘আমার দেখা সেরা দল এটি। শুধু আমাদের একটিই দুর্বলতা রয়েছে, আর তা হলো আমাদের বেশ কিছু খেলোয়াড়ের বড় আসরের টুর্ণামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। জানিনা আমাদের দল সম্পর্কে কে কি রকম ভাবছে। তবে আমি বিশ্বকাপের এই আসর নিয়ে বেশ উদ্দীপ্ত।’

রুনি আরো বলেন, ‘এটা পাগলামি কারণ আমরা এবার তরুন একটি দল নিয়ে ব্রাজিলে যাচ্ছি। কিন্তু ২০০৪ সালের ইউরো ম্যাচের দিকে তাকিয়ে দেখুন। সে সময় আমিও তরুন ছিলাম। তবে অনেক অভিজ্ঞদের থেকেও আমি ভালো খেলেছিলাম।’

ইংলিশ এই স্ট্রাইকার মনে করেন জেরার্ড পিকে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের সাথে নিয়ে তিনি তরুনদের এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, ‘এবারে আমি দারুন খেলতে চাই। শুধু আমার জন্য না। কারণ আমি জানি যদি আমি ভাল খেলি তবে দলের সবাইকে সাহায্য করতে পারব।’

গ্রুপ পর্বে ইংল্যান্ড খেলবে উরুগুয়ে, ইতালি ও কোস্টারিকার সঙ্গে।

(ওএস/পি/জুন ০১,২০১৪)