মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামে বন্দকী জমি নিয়ে সংঘর্ষের ২১দিন পর আহত কৃষক জামাল হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মদন হাসপাতালে মারা যায়।

গত ১৯ জানুয়ারি গোবিন্দ্রশ্রী উচাহাটি বাড়ির সামনের সড়কে একই গ্রামের আব্দুল হাইয়ের কাছ থেকে রাখা বন্দকী জমি ৩ ছেলেরা চাষাবাদ করতে নিষেধ করলে জামাল হোসেনের সাথে তাদের বাগবিতন্ডার এক পর্যায়ে আব্দুল হাইয়ের ছেলে ডালিম কিরিচ দিয়ে তাকে পেটে আঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে মদন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন। পরে মদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার জামাল হোসেনের মৃত্যু ঘটে।

মদন থানার এস আই সাইফুল আলম জানান, আহত জামাল হোসেন বাদী হয়ে ৬ ফ্রেব্রুয়ারি ৩জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মৃত জামাল হোসেনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে।

(এএমএ/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)