স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রীতি ম্যাচ খেলার ঢল নেমেছে বিশ্বকাপের আগে আগে। এমন এক প্রীতি ম্যাচে চোটের কারণে তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও ছাড়াই খেলতে নামে বিশ্বকাপের দল কলম্বিয়া। সে ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে লাতিন আমেরিকার দলটি।

শনিবার আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ফ্যালকাও ছাড়া ১১ মিনিটেই স্ট্রাইকার তেয়োফিলো গুতিয়েরেসের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের শেষমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্ট্রাইকার কার্লোস বাকা।

কিন্তু দ্বিতীয়ার্ধেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। পিছিয়ে থাকার পর প্রতি আক্রমণে নেমে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে সেনেগাল। ৪৭তম মিনিটে স্ট্রাইকার মুসা কোনাতে ও ৫২তম মিনিটে মিডফিল্ডার চেইক নদয়ে গোল করে দলকে সম্মনাজনক ড্র উপহার দেন।

হাঁটুর চোট কাটিয়ে ফ্যালকাও অনুশীলন শুরু করলেও বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় এখনও কাটেনি।

১৫ জুন গ্রিসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কলম্বিয়া। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও জাপান।

(ওএস/পি/জুন ০১, ২০১৪)