পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের কৃষকরা বিগত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম ইরি-বোরো চাষাবাদ শুরু করেছেন। এদিকে কৃষকেরা শীতকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার ও বীজ চারা নিয়ে মাঠে নামছেন। বিরামহীন গতিতে চলছে রোপনের কাজ।

কৃষকরা বলেন, আবহাওয়া অনুকূল ও সার-কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণে থাকলে এবার আশানুরুপ ফলন নেয়া সম্ভব হবে। তবে এবছর বিদ্যুৎ বিল ও সারের দাম বেশি বলে দাবি করে কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার আবু ফাত্তাহ মো. রওজন কবীর জানান চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২৪ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে, যা গতবারের তুলনা কম গতবার ছিল ২৪ হাজার ৬’শ৫০ হেক্টর জমিতে। কৃষি এবং কৃষক বান্দব সরকারের নির্দেশনা অনুযায়ী এবছর আমরা বোরো আবাদ কমিয়ে অন্যান্য আবাদের প্রতি লক্ষ দিয়েছি বেশী। সেই সাথে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হচ্ছে। তবে আমরা প্রত্যাশা করছি গত বারের তুলনা এ বছর ভালো ফলন হবে।

(এএএম/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)