দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের স্কোপ প্রকল্পের সহযোগীতায় ইউরোপিয়ান ইউনিয়ন,ড্যান চার্চ এইড এর অর্থায়নে সদর ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে উপজেলার সকল ফেডারেশনের প্রতিনিধি,স্থানীয় সুশীল সমাজ,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে সদর ইউনিয়নের দেবথৈল খেলার মাঠে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার।

ফেডারেশন সভাপতি মোঃ মনজুরুল হক মতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,

সভার শুরুতে ফেডারেশনের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যায়ের হিসাব নিকাশ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক স্নেহলতা রংদী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেরা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সদর ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সাজু,সমাজসেবা সুপারভাইজার জহিরুল ইসলাম,ডিসিএ এর নেপালের আঞ্চলিক কর্মকর্তা (এসএআরও)রেনুকা গুরু,বাংলাদেশের প্রতিনিধি প্রদীপ কুমার রায়,ছিদ্দিকুর রহমান, আরডিআরএস এর প্রতিনিধি মোঃ আল-মামুন,সাংবাদিক ধ্রুব সরকার, নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সাহা ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক আকতারুজ্জামান বাবুল,আঃ রব পাটোয়ারী,মনিটরিং কর্মকর্তা মুতর্’জ আলী প্রমুখ।

সভা শেষে ফেডারেশনের সাংস্কৃতিক দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এনএস/এস/ফেব্রুয়ারি১০,২০১৬)