নড়াইল প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাদিউজ্জামান কাজীকে (৪৫) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের জেলগেট থেকে তাকে গ্রেফতার করে।

জানাগেছে, লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নওফেল কাজীর ছেলে জামায়াত নেতা হাদিউজ্জামান নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হয়। জেল গেটে আসার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

(টিএআর/এস/ফেব্রুয়ারি১২,২০১৬)