লোহাগড়ায় বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে দণ্ডাদেশ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলার সিঙ্গা গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় বর রফিকুল ইসলাম (১৯) ও কনের বাবা মুজিবুর রহমানকে সাতদিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ ফেব্র“য়ারি) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম রেজা এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লোহাগড়া উপজেলার ছাতড়া গ্রামের গফুর মোল্যার ছেলে রফিকুল ইসলামের সাথে একই উপজেলার সিঙ্গা গ্রামের মুজিবুর রহমানের মেয়ে জুঁই খানমের (১৪) বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে লোহাগড়া ইউএনও মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে দুইজনকে কারাদন্ড দেন। লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, ‘বর ও কনে দু’জনই অপ্রাপ্ত বয়স। রাত-দিন, সকাল-সন্ধ্যা যখনই বাল্যা বিয়ে হোক তিনি বিয়ের বন্ধের বিষয়ে জিহাদ ঘোষনা করেছেন বলে সাংবাদিকদের জানান’।
(আরএম/এস/ফেব্রুয়ারি১২,২০১৬)