লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দীননাথপাড়ায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা মুন্সি শাহজাহানকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ ফেব্র“য়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধে জরিমানা করেন।   

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে লাহুড়িয়া দীননাথপাড়ায় মুন্সি শাহজাহানের মেয়ে দশম শ্রেণির ছাত্রী আফসানা মিমের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে লোহাগড়া ইউএনও মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কনের বাবা মুন্সি শাহজাহানকে জরিমানা করেন।

এদিকে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার রামকান্তপুর কাঠালতলার ছত্তার মোল্যা ছেলে ইমদাদুর হক (২৮)’র সাথে একই উপজেলার লাহুড়িয়া তৈলক্ষণপাড়ায় তবিবর রহমানের মেয়ে মেঘলা খানম (১৫) বাল্যবিয়ে সম্পন্ন হয়। খবর পেয়ে লোহাগড়া ইউএনও মোঃ সেলিম রেজা বরের বাড়িতে উপস্থিত হয়ে দুই পরিবারের অভিভাবককে তিন হাজার টাকা করে জরিমানা করেন।

দু’টি পরিবারের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুসলেকা নেন। লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বাল্যা বিয়ে বন্ধের বিষয়ে জিহাদ ঘোষনা করে দিন রাত কাজ করে চলেছেন বলে সাংবাদিকদের জানান।#

(আরএম/এস/ফেব্রুয়ারি১৩,২০১৬)