বাকৃবি প্রতিনিধি :বর্ণাঢ্য আয়োজনে শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ দিবস পালিত হয়েছে। র‌্যালি ও কৃষিতে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনার মাধ্যমে দিবসটি পালন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাকৃবি শাখা।

জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকনের সঞ্চালনায় বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে কৃষিতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন, অধ্যাপক ড. লুৎফুল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ’৭০ এর দশকে সাড়ে ৭ কোটি মানুষ থাকলেও দূর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। বর্তমানে আমাদের দেশে ১৬ কোটি জনসংখ্যা তবুও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ অবদান আমাদের কৃষিবিদদের। বর্তমানে আমরা বিদেশে চাল রপ্তানি করছি ভবিষ্যতে চাল ছাড়াও মাছ, মাংস, ডিম, দুধ রপ্তানি করতে পারবো। আমরা বঙ্গবন্ধুর কথা রেখেছি। আমরা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ১ম শ্রেণির মর্যাদা প্রদানের জন্য। পরে তারা দিবসটিকে রাষ্টীয়ভাবে পালনের দাবি জানায়।




(এমএসএস/এস/ফেব্রুয়ারি১৩,২০১৬)