বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :অবশেষে আইনি প্রতিবন্ধকতা কাটিয়ে শপথ নিলেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে বিজয়ী কনিষ্ঠতম ওয়ার্ড কাউন্সিলর রাহেন পারভেজ রিপন। গতকাল ১৪ ফেব্রুয়ারি রবিবার সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূঁইয়া রাহেন পারভেজ রিপনকে শপথ পাঠ করান।

এর আগে ২৭ জানুয়ারি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের নব-নির্বাচিত সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বয়স সংক্রান্ত জটিলতায় আদালতের স্থগিতাদেশের কারণে তিনি শপথ নিতে পারেননি।

জানা যায়, নির্বাচনে রিপনের কাছে পরাজিত প্রার্থী শামীম আহমদ উচ্চ আদালতে ৮ নং ওয়ার্ডের নির্বাচনের গেজেট প্রকাশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। রিপনের বয়স কম দেখিয়ে এ আবেদন করেন তিনি। তাঁর আবেদন আমলে আদালত এই ওয়ার্ডের গেজেট প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করেন। এ কারণে ২৭ জানুয়ারি বুধবার রিপন চিঠি পেয়েও শপথ গ্রহণ করতে পারেননি। তবে আদালতের আদেশের আগেই রিপনের নামে গেজেট প্রকাশ হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মাত্র ৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন রিপন।

পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগের সমর্থনে ৩৭৯ ভোট পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ২ বারের পৌর কাউন্সিলর বিএনপির শামীম আহমদ ৩৭২ ভোট পেয়েছেন।





(এলএস/এস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)