স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। জমজমাট ফাইনালে টানটান উত্তেজনার মধ্য দিয়ে দ্বিতীয়বার আইপিএলে চ্যাম্পিয়ন হলো বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুড়ে দেয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই তিন উইকেটে জয় পায় সাকিবরা।

বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন আইপিএলের সেরা ঝড়ো ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ব্যক্তিগত ৫ রান করে জনসনের বলে ক্যাচআউট হন তিনি। অধিনায়ক গৌতম গম্ভীর ব্যক্তিগত ২৩ রান করে করনভির বলে মিলারের হাতে ক্যাচ দেন। কলকাতা দলীয় ৫৯ রানে দুই উইকেট হারালে মনিশ পাণ্ডের সঙ্গে জুটি গড়েন আইপিএলের তুফান খ্যাত ইউসুফ পাঠান।

এ জুটিই কলকাতার শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখে। ১৩.৩ ওভারে দলীয় ১৩০ রানের মাথায় পাঠান ৩৬ রান করে করনভির বলে ক্যাচআউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর টাইগার সাকিব ব্যাট করতে নেমে সাত বলে ১২ রান করে রানআউটের শিকার হন। কলকাতার জয়ের নায়ক মনিশ পাণ্ডে ৫০ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে করনভির বলে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। সাত বাউন্ডারি ও ছয় ছক্কায় নিজের ইনিংস সাজান পাণ্ডে।

শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই তিন উইকেট জয় পায় কলকাতা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে আইপিলের পঞ্চম আসরে প্রথম চ্যাম্পিয়ন হয় তারা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আইপিএলের ফাইনালে রিদ্ধিমান সাহার ঝড়ো শতকে রানের পাহাড় গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে জিততে কলকাতা নাইট রাইডার্সকে ২০০ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় প্রীতির দল।

প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানে দুই উইকেট হারায় পাঞ্জাব। ওয়ান ডাউনে মনান বোহরার সঙ্গে জুটি গড়েন সাহা। জমজমাট ফাইনলে এই জুটি রানের ঝড় তোলে। দুজনেই ব্যক্তিগত অর্ধশতক ছাড়িয়ে যান। মনান বোহরা ব্যাক্তিগত ৬৭ রানে উমেস যাদবের বলে গৌতম গম্ভীরের তালুবন্দি হন।

কিন্তু এরপরও থেমে থাকেনি সাহা। বিদুৎ গতিতে শতকের পথে এগিয়ে যান তিনি। ফাইনালে ৫৫ বল মোকাবেলা করে ১১৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাহা। দশ বাউন্ডারি ও আট ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল (০) ও ডেভিড মিলার (১) রান করেন। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে পাঞ্জাব। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা।

সংক্ষিপ্ত স্কোর
কিংস ইলেভেন পাঞ্জাব: ২০ ওভারে ১৯৯/৪ (শেবাগ ৭, ভোহরা ৬৭, বেইলি ১, ঋদ্ধিমান ১১৫*, ম্যাক্সওয়েল ০, মিলার ১*; চাওলা ২/৪৪, যাদব ১/৩৯, নারায়ণ ১/৪৬)।

কলকাতা নাইট রাইডার্স: ১৯.৩ ওভারে ২০০/৭, রবিন উথাপ্পা ৫, গৌতম গম্ভীর ২৩, মনিশ পান্ডে ৯৪, সাকিব আল হাসান ১২, ইউসুফ পাঠান ৩৬।
কলকাতা তিন উইকেটে জয়ী।