কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে কর্মসংস্থান, পূণর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে লালুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শতশত জেলে পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে লালুয়ার বানাতিবাজারে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে লালুয়া ইউনিয়নের ১০টি গ্রামের শত শত পরিবারের নারী-পুরুষ অংশ নেয়।

পশরবুনিয়া গ্রামের জেলে নুরসায়েদ মুন্সী (৬৫) জানান, আমরা জাটকা শিকার বন্ধের অবরোধ, প্রজনন সময়ের অবরোধের ধকল কাটিয়ে উঠতে পারলেও পায়রা সমুদ্র বন্দরের জন্য রামনাবাদ নদীতে স্থাপন করা বয়ার ক্ষতি কাটিয়ে উঠতে পারছি না। নদীর মাঝে বয়া স্থাপন করায় এখন আর নদীতে জাল ফেলতে পারছেন না। বয়ার গ্যাপে জাল পাতলে সেই জাল স্রোতের কারণে বয়ার সঙ্গে গিয়ে আটকে ছিঁড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলেরা। এখন নদীতে মাছ ধরার কোন উপায় নাই। তারা এখন বেকার হয়ে গেছেন। তাই জীবন রক্ষার জন্য পূণর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করছে।

জেলে রফিক হাওলাদার জানান, লালুয়া ইউনিয়নের প্রায় এক হাজার ৮০০ জেলেদের ভিজিএফ’র চাউল তিন-চার মাসের জন্য না দিয়ে সারা বছর দেয়া হোক। এসব জেলেরা পূণর্বাসনসহ পোর্টের শ্রমিক হিসাবে বিকল্প কর্মসংস্থান চেয়েছেন।

লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা জানান, লালুয়া ইউনিয়নের প্রায় দুই হাজার জেলে পরিবার রয়েছে। নদীতে বয়া স্থাপন করায় এখানকার জেলেরা নদীতে মাছ শিকার করতে পারছে না। এজন্য সকল জেলেদের সারাবছর ভিজিএফ চাল প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলেদের বড় ফাঁসের জাল-নৌকাসহ বিভিন্ন উপকরণ দেয়ার দাবি করেন তিনি।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)