ফেনী প্রতিনিধি : একরাম হত্যাকাণ্ডে জড়িত তিন সন্দেহভাজন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আদেল, ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার ও তার সহযোগী রুটি সোহেল যাতে দেশ থেকে পালাতে না পারেন, সে জন্য ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রবিবার রাতে চেয়ারম্যান একরাম হত্যায় জড়িতরা যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য বিমানবন্দর ছাড়াও সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে এ-সংক্রান্ত চিঠি ও ছবি দেওয়া হয়। এ ছাড়া চিঠি দেওয়া হয়েছে সন্দেহভাজন বাকিদের ব্যাপারেও ।

ওসি আবুল কালাম আজাদ আরো জানান, গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় জবানবন্দিতে ও রিমান্ডে আদেল, মিস্টার ও রুটি সোহেলের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

(ওএস/এইচআর/জুন ০২, ২০১৪)