লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় যৌথ অভিযান চালিয়ে দুই শিবির কর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে লক্ষ্মীপুর সদর থেকে ছয়জনকে, রামগঞ্জ থেকে তিনজন, রামগতি থেকে একজন, কমলনগর থেকে তিনজন ও রায়পুর উপজেলা থেকে দুই শিবির কর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত পাঁচ মাসে লক্ষ্মীপুরে ৩১টি হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার রাতে (২৫ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মদনপুর গ্রামে যুবলীগ কর্মী রোমান হোসেনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় এ অভিযান

(ওএস/জেএ/জুন ০২, ২০১৪)