দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত উপজেলার সকল ইউনিয়নের তৃণমূল এর নেতৃবৃন্দ,সাংবাদিক,এনজিও প্রতিনিধি,সুশীল সমাজ, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ হলরুমে আয়োডিন বিহীন ভোজ্যলবন প্রতিরোধ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রকল্প পরিচালক বিসিক ঢাকা মোঃ আবু জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, দৃষ্টি সমাজ কল্যান প্রতিষ্ঠান এর নির্বাহী পরিচালক মনিরা আক্তার,বিসিক এর জেলা পুষ্টি কর্মকর্তা শাহজাহান কবীর,জেলা ব্যাবস্থাপক মোয়াজ্জেম হোসেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সুজন সভাপতি অজয় সাহা,এনজিও প্রতিনিধি আঃ রব পাটোয়ারী,আলকাছ উদ্দিন মীর প্রমুখ।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৬)