কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. লিয়াকত আলী খানসহ ছয় আসামীকে আগামী ৬ মার্চ হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিচার বিভাগীয় তদন্ত শেষে মামলায় ছয়জন স্বাক্ষীর সাক্ষ্য শুনানির পরে স্বশরীরে হাজির হওয়ার আদেশ দেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেষ্ঠ্য বিচারক মো. অনিসুর রহমান।

মামলায় অপর আসামীরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জেনাল অফিসের সহ এনফোর্সমেন্ট কোম্পানি মো. হাবিবুর রহমানসহ, বিল প্রস্তুতকারী সবিরাতুল মমতা ছবি, মিটার বিল ক্লার্ক মো. মন্নান, মিটার রিডিং ক্লার্ক মো. রফিকুল ইসলাম রফিক ও লাইন ম্যান মো. মারুফ।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুযারি কলাপাড়ায় উৎকোচ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে রোববার মো. জাকির হোসেন হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জেনাল অফিসের ডি জি এম মো. লিয়াকত আলী খানসহ ৬ জনকে আসামী করে আদালতে মামলা করেন।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)