মদন (নেত্রকোনা) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে নেত্রকোনার মদন উপজেলা সমাজ সেবা কর্মকর্তার পদ শূন্য থাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ঋণ কার্যক্রম ও কর্মচারীদের বেতন বিল উত্তোলনে নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গত ২০১৩ইং সালের ১লা ডিসেম্বর মদন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই ভূইয়া অবসরে চলে যাওয়ার পর থেকে কেন্দুয়া ও পূর্বধলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে মদনের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়। নিজ দপ্তরের কার্যক্রম পরিচালনা করার পর কর্মকর্তাকে মাসে এক বার মদন অফিসের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়। বর্তমানে পূর্বধলার কর্মকর্তা এ দায়িত্বে রয়েছেন।

কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে না থাকায় উপজেলার ৮টি ইউনিয়ন থেকে বহু হতদরিদ্র নারী-পুরষ উপজেলা সমাজসেবা অফিসে কাজ সম্পাদন করতে এসে রিক্তহস্তে বাড়িতে ফিরতে হয়।

এ ব্যাপারে সমাজ সেবা অফিসে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী আহম্মদ মুঞ্জুর মোরশেদ জানান, দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় প্রতিদিন ৮টি ইউনিয়ন থেকে বহু নারী-পুরুষ অফিসে এসে দুর্ভোগের শিকার হচ্ছেন। উক্ত অফিসের কর্মচারীদের বেতন বিল উত্তোলনেও কষ্ট ভোগ করতে হয়। স্থায়ীভাবে কর্মকর্তা নিয়োগ দিলে সকল সমস্যা দূর হয়ে যাবে বলে তিনি জানান।

(এএমএ/এস/ফেব্রুয়ারি২৪,২০১৬)