স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাকি আর ১০ দিন। তার আগে দিয়েগো ম্যারাডোনার আশার বাণী নিশ্চয়ই আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জোগাবে।

ফুটবল কিংবদন্তি জানিয়েছেন, আর্জেন্টিনার এই স্কোয়াডই আসন্ন বিশ্বকাপের শিরোপা জিতবে।

গত বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের কোচের ভূমিকায় ছিলেন ম্যারাডোনা। এবার আর্জেন্টাইনরা খেলবে আলেসান্দ্রো সাবেলার অধীনে। বর্তমান কোচকে সমর্থন দিচ্ছেন ৫৩ বছর বয়সী নাপোলির সাবেক স্ট্রাইকার, ‘স্বপ্ন অবশ্যই সত্যি হবে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। কোচ আলেসান্দ্রো সাবেলার প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে।’

‘সি৫এন’ নামের স্থানীয় এক মিডিয়াকে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছিলেন, ‘আমি আর্জেন্টিনার কোনো ম্যাচ দেখব না।’ কিন্তু ব্রাজিল বিশ্বকাপে তাকে নতুন ভূমিকায় দেখা যাবে। ভেনেজুয়েলার টেলিভিশন নেটওয়ার্ক ‘তেলেসুরে’তে ধারাভাষ্য দেবেন ৫৩ বছর বয়সী ফুটবলার।

সেখানে ম্যারাডোনার সঙ্গে কাজ করবেন উরুগুয়ের বিখ্যাত সাংবাদিক ভিক্টর হুগো মোরালাস। এছাড়া ভক্তদের জন্য আরো একটা সুসংবাদ দিয়েছেন এই জীবন্ত কিংবদন্তি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ক্রীড়াদূত হিসেবে আরো এক বছর চুক্তি নবায়ন করেছেন তিনি।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)