কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজারে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকদের উপর মুখোশধারী একদল ডাকাত অতর্কিতে হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও বোমা বিস্ফোরণের ঘটনায় সেখানকার ১০জন শ্রমিক আহত হয়েছে। এসময় ডাকাতরা ১০টি মোবাইল ফোন ও শ্রমিকদের কাছে থাকা ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

রোববার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে । ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার শাহিন জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে ২৫/৩০জন মুখোশধারী ডাকাত খলিশাকুন্ডি বাজার এলাকায় অবস্থানকারী মন্ডল এসি-জেভি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। সেখানে থাকা শ্রমিকদের বেধড়ক মারপিট শুরু করে ডাকাতরা। এসময় তারা ৪টি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈশপ্রহরী মোতালেব ও শ্রমিক কালু আহত হয়। আহতদের মধ্যে মোতালেবকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতরা শ্রমিকদের কাছে থাকা ১০টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
খলিশাকুন্ডি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ মুকিব-উর রহমান শ্রমিকদের উপর হামলার এবং বোমা বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন।
তবে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হক ডাকাতীর কথা অস্বীকার করে জানিয়েছেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু দুর্বৃত্তরা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না পেয়ে এঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের আটককের চেষ্টা চালানো হচ্ছে।
তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে বা লুন্ঠিত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে পারেনি।
(কেকে/এএস/জুন ০২, ২০১৪)