লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: ঢাকার অদূরে নরসিংদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নড়াইলের একজন ফটো সাংবাদিক নিহত হয়েছেন। নিহত এসএম নাছির উদ্দিন চান্দু  (৪৭) নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউপি’র যোগিয়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে ।তিনি  দৈনিক সন্ধ্যা বাণীর নড়াইল জেলার ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে লোহাগড়ার সাংবাদিক মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফটো সাংবাদিক নাছির উদ্দিন চান্দু মোটরসাইকেল যোগে একই গ্রামের সালাম সরদারের ছেলে তিতাস গ্যাস কোম্পানির কর্মচারী নিজাম সরদার (৪৮) কে সাথে নিয়ে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন।

তার মৃত্যূতে লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


(আরএম/এস/ফেব্রুয়ারি২৬,২০১৬)