নিউজ ডেস্ক : ফেব্রুয়ারি মাস ঘিরে সবার মধ্যে কমবেশি আগ্রহ থাকলেও চার বছর পরপর দিনটি সবার কাছেই ব্যতিক্রম। আর এমন দিনে ভিন্ন কিছু নিয়ে হাজির হতে বরাবরের মতো এবারও ‘ব্যতিক্রম’ ঘটায়নি গুগল।

লিপইয়ার উপলক্ষে সোমবার নতুন ডুডলে সেজেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট।

গুগলের লিপইয়ার ডুডলে দেখা যায়, বনের নির্মল বাতাসে দু’টি খরগোশ মুখামুখি হয়ে শুয়ে আছে। একটি খরগোশের গায়ে লেখা ২৮, অন্যটির ১। কারণ, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখের পরতো মার্চের ১।

কিন্তু কিছুক্ষণ পর একটি খরগোশ লাফ দিয়ে এসে তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইছে। যার গায়ে লেখা ২৯। সাধারণত ফেব্রুয়ারি ‍মাসের ক্যালেন্ডারে ২৯ তারিখের ‘ঠাঁই’ না থাকায় ঘুমন্ত দুই খরগোশকে চেপে জায়গা করে নিচ্ছে ‘২৯ খরগোশটি’।

অর্থাৎ এবারের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে, লিপইয়ার।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)