স্পোর্টস ডেস্ক, ঢাকা : কলকাতা নাইট রাইডার্স ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতেছে। আর তাই মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে বিজয়ী বীর সাকিব আল হাসানদের দলকে সংবর্ধনা দেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

২০১২ সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতেছিল কলকাতা। মাঝে এক বছর ঘুরে দ্বিতীয় বছরেই আবারো শিরোপা ঘরে তুললো তারা। প্রথমবারের মতো দ্বিতীয়বারও চ্যাম্পিয়নদের দলে ছিলেন সাকিব। সেবারের মতো এবারো দলের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার ১৩টি ম্যাচ খেলে ২২৭ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন সাকিব।

মঙ্গলবার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় আইপিলের সপ্তম আসরের চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়া হবে।

এই সংবর্ধনা অনুষ্ঠান চলবে এক ঘণ্টা ধরে। সংবর্ধনা অনুষ্ঠানে কলকাতা দলের মালিক বলিউড বাদশা শাহরুখ খান, জুহি চাওলাসহ গোটা দলকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার। ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আগে কলকাতার রাস্তায় হুড খোলা বাসে সাকিবদের শোভাযাত্রা এ বছর আর দেখতে পারছেন না সেখানকার মানুষ।

ইডেনে প্রবেশ অবাধ হলেও টিকিট নিয়ে মাঠে প্রবেশ করতে হবে সাধারণ মানুষকে।

(ওএস/পি/জুন ০২,২০১৪)