বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলা বন্দর শিল্প এলাকায় যাত্রীবাহি বাস উল্টে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছে। এসময় ওই বাসে থাকা আরো ৫ যাত্রী আহত হয়। বুধবার সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার পকেটে থাকা ট্রেনের টিকিট দেখে পুশিল ধারনা করেছে, নিহতের বাড়ি উত্তর বঙ্গের হতে পারে।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মান্নান জানান, সকালে মংলা বাসষ্ট্যান্ড থেকে বাসটি সকাল সাড়ে ৭টায় খুলনার উদ্দেশে ছেড়ে যায়। বন্দরের বালুরমাঠ এলাকায় একটি স্পিডব্রেকার পার হওয়ার সময় বাসটি উল্টে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলে এক জন নিহত হয় ও ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(একে/এএস/০২ মার্চ, ২০১৬)