সাতক্ষীরা প্রতিনিধি : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পথে ৯ নারী-শিশুসহ ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকদের বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, আটকেরা সবাই অবৈধভাবে দেশে প্রবেশ করছিলেন। তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।

(ওএস/এএস/০৪ মার্চ, ২০১৬)