বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভষ্মিভূত হয়েছে। শনিবার বেলা  সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে তিনটি বসতঘর অধিকাংশ পুড়ে যায়। এতে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এসময় আগুন নেভাতে গিয়ে দুইজন আহত হয়েছে।

বাগেরহাট ফারার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জয়নাল আবেদিন তিতাস জানান, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের নাজমুল সরদার, আদিল উদ্দিন সরদার ও সায়েম সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তারা কেউ বাড়িতে ছিলেন না। স্থানীয়রা আগুন দেখে বাগেরহাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আগুন নেভাকে গিয়ে স্থানীয় কবির শিকদার ও রাজু শেখ নামের দুই যুবক আহত হয়েছে। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(এসএকে/এস/ফেব্রুয়ারি০৫,২০১৬)