বিনোদন ডেস্ক : ব্রিটিশ শাসনামলে বাংলা নাট্যজগত শাসন করা নাম নটী বিনোদনী। তার লেখা আত্মজীবনী রয়েছে বাজারে। তারপরও কৌতুহলের শেষ নেই। লেখা হচ্ছে বই, মঞ্চায়িত হয়েছে নাটক, সিনেমার চরিত্র হিসেবেও দেখা গেছে তাকে। খামতি ছিল বায়োপিকের। এবার তাই হতে যাচ্ছে।

কলকাতার নির্মাতা অগ্নিদেব চ্যাটার্জী উদ্যোগ নিয়েছেন নটী বিনোদনীর জীবন কাহিনী বড়পর্দায় তুলে ধরার। আর এ চরিত্রে ভাবা হচ্ছে ‘বোঝে না সে বোঝে’ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

অগ্নিদেব টাইমস অব ইন্ডিয়াকে জানান, অনেকদিনের উচ্চাভিলাষী পরিকল্পনা ‘নটী বিনোদনী’ নির্মাণের। ‘চারুলতা ২০১১’ নির্মাণের আগেই এ পরিকল্পনা করেন।

সিনেমাটিতে বিনোদনীর পাশাপাশি দেখা যাবে নাট্যগুরু গিরীশ ঘোষ ও এ অভিনেত্রীর প্রেমিকদের। বিনোদনী নাটকের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তা সিনেমার বড় অংশজুড়ে থাকবে।

ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্য লেখা হয়েছে। বিনোদনী চরিত্রে চিত্রনাট্যকার সুদীপার পছন্দ মিমি চক্রবর্তীকে। এ ছাড়া গিরিশ চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর চক্রবর্তীকে।

শিগগিরই বাকি বিষয়াদি চূড়ান্ত করে অগ্নিদেব সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

(ওএস/এএস/মার্চ ০৬, ২০১৬)