মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় সোমবার বাসের ধাক্কায় সিএনজি চালিত গাড়ী উল্টে খাদে পড়ে চালকসহ ৯ যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহত যাত্রীরা জানায়, সোমবার সকালে আটপাড়া তেলিগাতী বাজার হতে ৮ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা সিএনজি চালিত গাড়ীটি মদনের উদ্দেশে রওনা হলে বিপরীত মুখী মদন থেকে ছেড়ে আসা বেপরোয়া যাত্রী বাহী বাস বটতলা নামক স্থানে পৌঁছলে নিএনজিকে ধাক্কা দিলে উল্টে গিয়ে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

এতে মদন পৌরসভার মনোহরপুর গ্রামের মোঃ আরিফ মিয়া,মিলাদ মিয়া,মনির হোসেন,মোঃ কনক মিয়া,ভিকচান মিয়া,রহিছ উদ্দিন,টিনু মিয়া,রেনু মিয়া ও সিএনজি চালক বারড়ী গ্রামের আনিছ মিয়া গুরত আহত হয়। আহরা বর্তমানে মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মোঃ আরিফ জানায়, আমাদের সিএনজিটি সাইড দেওয়ার পরও বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। তিনি আর ও জানান,মদন-নেত্রকোণা সড়কে অদক্ষ চালক ও হেল্পার দিয়ে গাড়ী চালানোর কারণেই প্রতিনিয়ত এই সড়কে পথচারীসহ নানা দুর্ঘটনা ঘটছে।

(এএমএ/এএস/মার্চ ০৭, ২০১৬)