বিনোদন ডেস্ক : চলে গেলেন ‘গহীনে শব্দ’ ও ‘জোনাকীর আলো’ খ্যাত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। সোমবার দুপুরে মাথায় গাছ পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহিম গুলজার এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরে ধানমন্ডি নিজের বাসা থেকে বের হয়ে রাস্তায় নামার পর আকস্মিক একটি গাছের ডাল ভেঙ্গে মিঠুর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে এমএফএ করেন।

তার প্রথম চলচ্চিত্র ছিল ‘গহীনে শব্দ।’ ২০১০ সালের ২৬ মার্চ মুক্তি পেয়েছিল ছবিটি। এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠু।

মিঠু পরিচালিত আরেকটি ছবি ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী দেশের বিশিষ্ট চিত্রশিল্পী কনকচাপা চাকমা।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০১৬)