নারায়ণগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এ কে এম শামসুজ্জোহার স্ত্রী এবং নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের মা নাগিনা জোহা মারা গেছেন। নারায়ণগঞ্জে রাষ্ট্রভাষা আন্দোলনে সম্পৃক্ত নাগিনা জোহা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নাগিনা জোহাকে ১ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার দুপুরে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন বলে তার ছোট ছেলে শামীম ওসমান।

নাগিনা জোহা ১৯৩৫ সালে বর্ধমান জেলার কাশেমনগরে জন্ম নেন। তার বড় চাচা আবুল কাশেমের ছেলে আবুল হাশিম ছিলেন অবিভক্ত ভারতবর্ষের মুসলিম লীগের সেক্রেটারি।

১৯৫০ সালে মেট্রিক পাস করার পরের বছর নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সন্তান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির বড় ছেলে প্রয়াত নাসিম ওসমান জাতীয় পার্টির হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। মেজ ছেলে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি। আর ছোট ছেলে শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।

জোহা ১৯৫০ সালে কলকাতা বিশ্ববিদালয়ের অধীনে মেট্রিক পাস করেন। ১৯৫১ সালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সন্তান রাজনীতিবিদ এ কে এম শামছুজ্জোহার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। নাগিনার শ্বশুর খান সাহেব ওসমান আলী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠকদের অন্যতম। স্বামীর বাড়িতে নতুন বউ হিসেবে এসেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তাঁর শ্বশুর তৎকালীন এমএলএ খান সাহেব ওসমান আলীর চাষাঢ়ার বাড়ি ‘বায়তুল আমান’ ছিল আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০১৬)