কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গাজী আক্কাস উদ্দিনের বিরুদ্ধে ধর্মীয় অপব্যাখ্যা, পোস্টার, ব্যানার ও লিফলেট ছিড়ে ফেলা এবং আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু।

সোমবার সকালে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ৫ মার্চ ব্যক্তিগত ও পারিবারিক বিরোধ নিয়ে আক্কাস গাজী এবং তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। অথচ সেই হামলার ঘটনা আওয়ামীলীগের কর্মীদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। তাঁর এহেন কর্মকান্ডের কারণে নির্বাচনে তাকে বয়কট করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী গাজী আক্কাস উদ্দিন বলেন, তাঁর ব্যানার পোষ্টার ছিঁড়ে ফেলা হয়েছে। মাইকিংয়ের মেমোরিকার্ড প্রতিদিনই ছিনিয়ে নিচ্ছে আ’লীগ ক্যাডাররা। আর ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন কোন বক্তব্য তিনি দেননি বলে জানান।

(এমকেআর/এএস/মার্চ ০৭, ২০১৬)